[english_date], [bangla_day]

রাজাপুরে  ১৫ ডেঙ্গু রোগী সনাক্ত

আপডেট: August 2, 2019

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট ক্লিনিকে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

জানা গেছে, শুক্রবার পর্যন্ত উপজেলার দুটি প্রাইভেট ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যায়। এদের মধ্যে আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রাইভেট ক্লিনিকে ১ জন চিকিৎসাধীন। বরিশাল শেবাচিমসহ বিভিন্ন স্থানে সেবা নিচ্ছেন অন্যরা।

ইতিমধ্যে উপজেলা ডেঙ্গু পরীক্ষায় প্রয়োজনীয় রি-এজেন্টের সংকট হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডেঙ্গু পরীক্ষার (এনএস-১) কিট, (আইজিজি ও আইজিএম) কিট এবং সিবিসির রি-এজেন্টের স্বল্পতা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে কোনো আয়োজন নেই। তবে বিদ্যমান পরিস্থিতি আর কয়েকদিন অব্যাহত থাকলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের সাধ্যমতো রোগীদের সেবা করছি। তবে এডিস মসা নিধনের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। এডিস মশার প্রজনন স্থানগুলো ধ্বংসে সফলতা পাওয়া না গেলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।’

  • ফেইসবুক শেয়ার করুন