[english_date], [bangla_day]

কুয়াকাটায় জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: August 6, 2019

নিউজ ডেস্ক :: পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে আল-আমীন (২৮) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে কুয়াকাটার পশ্চিম কুয়াকাটা গ্রামের একটি তাল গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে জেলের লাশটি ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। জেলের লাশটি মাটির সঙ্গে পা মেশা অবস্থায় ঝোলানো ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সে আত্মহত্যা করেছে।

সোমবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা ধারনা করছেন। আল আমিন কুয়াকাটায় শ্বশুর আব্দুল আজিজের বাড়িতে বসবাস করত। সে পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা কুঞ্জের আ. রাজ্জাক এর ছেলে।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন