[english_date], [bangla_day]

ঈদের ছুটিতে পটুয়াখালীতে ভিপি নূরের ওপর হামলা

আপডেট: August 14, 2019

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নূরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

নুরুল হক নূরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু জানান, গলাচিপা থেকে মোটরসাইকেলে দশমিনায় তাদের বাড়ি যাওয়ার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নূর গুরুতর আহত হন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। এ হামলায় নূরের সঙ্গে থাকা আরও অন্তত ২৫ জন আহত হন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।

গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন